দেশজুড়ে

সয়াবিন তেল পুরস্কার পেলেন ম্যাচ ও সিরিজসেরা ক্রিকেটার

জামালপুরের মাদারগঞ্জে ক্রিকেট খেলায় ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার হিসেবে খেলোয়াড়দের সয়াবিন তেল দেওয়া হয়েছে। ট্রফি বা ক্রেস্টের বদলে সয়াবিন তেল দেওয়ার খবরে খেলা দেখতে এলাকার শত শত মানুষ ভিড় করেন।

Advertisement

স্থানীয়রা জানান, শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্বসূখনগরী স্বদেশ স্কুল অ্যান্ড কলেজমাঠে ‘মেম্বার কাপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে এস ডি শহীদ সুপার কিং একাদশ এবং শিমুল সুপার কিং একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। ম্যাচে এস ডি শহীদ সুপার কিং একাদশ দুই রানে জয়ী হয়।

এস ডি শহীদ সুপার কিং একাদশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ ও শিমুল সুপার কিং একাদশের তুহিন হাসান ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজকরা তাদের হাতে পুরস্কার হিসেবে এক লিটার সয়াবিন তেল তুলে দেন।

পুরস্কার হিসেবে সয়াবিন তেল দেওয়া প্রসঙ্গে আয়োজকরা জানান, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সয়াবিন তেলের দাম এখন সর্বোচ্চ। বিষয়টি মাথায় রেখে পুরস্কার হিসেবে সয়াবিন তেল দেওয়া হয়।

Advertisement

এদিকে, ফাইনাল খেলার উদ্বোধণ করেন বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজির হোসেন লাজু। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশমণি সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মারুফ হাসান।

মো. নাসিম উদ্দিন/এএএইচ