জাতীয়

মোহাম্মদপুর ওষুধের দোকানে আগুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যানের কাছে একটি ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভোজন সরকার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে।প্রতক্ষ্যদর্শীরা জানান, ওষুধের দোকানটি দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে, পরে ফায়ার সার্ভিসের দল এসে সাড়ে ৩টার দিকে আগুর নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি কেউ।জেইউ/আরএস/এমএস

Advertisement