দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের কমিটি নিয়ে নিজের অবস্থান জানালেন এমপি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক চলছে। ২৬ মার্চ মোহাম্মদ আবু সাঈদকে আহ্বায়ক করে ৫১ সদস্যের কমিটি অনুমোদন দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। এদিন থেকেই অছাত্র-বয়স্কদের দিয়ে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করার অভিযোগ ওঠে। এনিয়ে চলে বিতর্কের ঝড়।

Advertisement

এ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে স্থানীয় সংসদ সদস্যের ফেসবুক স্ট্যাটাস। শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল নবগঠিত নবীনগর উপজেলা ছাত্রলীগের কমিটির সঙ্গে তার সম্পর্ক নেই বলে ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন। ফেসবুক স্ট্যাটাসটি ইতোমধ্যে জেলা ও উপজেলায় ছড়িয়ে পড়েছে।

এবাদুল করিম বুলবুল তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন- ‘প্রসঙ্গঃ নবীনগর উপজেলা ছাত্রলীগের নবঘোষিত আহ্বায়ক কমিটি ও আমার বক্তব্য

ছাত্রলীগের নবঘোষিত কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই- মো. এবাদুল করিম বুলবুল, এমপি।

Advertisement

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত নবীনগর উপজেলা ছাত্রলীগের যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। শুধু তাই নয়, আমি বারংবার বলেছি, ছাত্রলীগের কমিটি হতে হবে গঠনতান্ত্রিক পদ্ধতিতে। অথচ আমি দেখলাম নবীনগর উপজেলায় যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে অছাত্র, বিবাহিত ও তুলনামূলক বিচারে বয়স্ক ও বেশ কয়েকজন বির্তকিতদেরকে এ কমিটিতে পদ-পদবি দেওয়া হয়েছে। যা চরম দুঃখজনক ও লজ্জাজনকও বটে।

আমি নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কোনোমতেই চরম বির্তকিতদের নিয়ে ঘোষিত এ কমিটিকে মেনে নিতে পারি না। আমি ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের একজন সংসদ সদস্য হিসেবে অগঠনতান্ত্রিক উপায়ে প্রভাবিত অছাত্র, বিবাহিত ও বির্তকিত এ কমিটিকে স্বীকৃতি দিতে পারি না।

সবার অবগতির জন্য জানাচ্ছি, নবঘোষিত নবীনগরের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ও থাকবে না। সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইলো। ইনশাআল্লাহ নবীনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি হবে গঠনতান্ত্রিক পদ্ধতিতে এমন প্রত্যাশা রইলো।

শুভেচ্ছান্তে- মো. এবাদুল করিম বুলবুল এমপি, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর, সংসদীয় আসন।’

Advertisement

স্ট্যাটাসের বিষয়ে এমপি মো. এবাদুল করিম বুলবুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের আহ্বায়ক কমিটি কে বা কারা করেছে এই বিষয়ে আমি কিছুই জানি না। অথচ কমিটি ঘোষণার পর থেকে ফেসবুকসহ নানানভাবে এই কমিটি দেওয়ার জন্য আমাকে অভিনন্দন জানাচ্ছে। বিষয়টি ক্লিয়ার করার জন্য আমার এই স্ট্যাটাস।

কমিটির বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জাগো নিউজ নিউজকে বলেন, দীর্ঘদিন যাবত নবীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়নি। শুধু সম্মেলনের প্রস্তুতি হিসেবে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আর কমিটিতে যাদের রাখা হয়েছে তারা দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত। আহ্বায়ক কমিটিকে বেঁধে দেওয়া ৯০ দিনের মধ্যেই নবীনগর উপজেলায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এমএস