জাতীয়

নানা আয়োজনে মেয়র মোহাম্মদ হানিফের জন্মদিন উদযাপন

নানা আয়োজনে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মেয়র মোহাম্মদ হানিফের জন্মদিন উপলক্ষে শুক্রবার (১ এপ্রিল) সকালে আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নাজিরা বাজার বাসভবনে দোয়া মাহফিল, দুস্থ-অসহায়, সুবিধাবঞ্চিত পরিবার ও শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

প্রয়াত বাবার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মেয়র মোহাম্মদ হানিফ ১৯৪৪ সালের এই দিনে তিনি পুরাতন ঢাকার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল আজিজ ও মায়ের নাম মুন্নি বেগম। ১৯৯৪ সালে লক্ষাধিক ভোটের ব্যবধানে ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হন। তারই নেতৃত্বে ১৯৯৬-এর মার্চের শেষ সপ্তাহে ‘জনতার মঞ্চ’ গঠিত হয়, যা ছিল আওয়ামী লীগের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট। ১৯৯৬-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে আওয়ামী লীগের বিজয়ে ব্যাপক ভূমিকা রাখেন মোহাম্মদ হানিফ। ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নারকীয় গ্রেনেড হামলার সময় নিজের জীবন তুচ্ছ করে মানবঢাল তৈরি করে শেখ হাসিনার জীবন রক্ষায় প্রাণান্তর চেষ্টা করেন। একের পর এক ছোড়া গ্রেনেডে বঙ্গবন্ধু কন্যা প্রাণে রক্ষা পেলেও মারাত্বক আহত হন তিনি। এরপর ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গনে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে ব্যাংককে তীব্র যন্ত্রণা ভোগ করে দীর্ঘদিন চিকিৎসা শেষে ঢাকায় ফিরে ২০০৬ সালের ২৮ নভেম্বর রাতে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

Advertisement

এমএমএ/এমএএইচ/জিকেএস