খেলাধুলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে দলের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-৪।এদিকে গত বছরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে জয় দিয়েই বছরটি শুরু করতে চায় টাইগাররা। অধিনায়ক মাশরাফি বলিষ্ঠ কণ্ঠে বলেছেন,‘আমরা আমাদের পারফরম্যান্স ধরে রাখতে পারব। যেভাবে গত বছর করে এসেছি, এ বছরও সেটা করতে পারব।’ এদিকে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও শুভাগত হোমের।অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক চিগুম্বুরা বলছেন,‘আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এটা ঠিক। তবে আমাদের কী করতে হবে, সে সম্পর্কে আমরা অবগত। আমরা সেরা ক্রিকেটই খেলতে চাই। সেটা খেলার জন্যে এখানে এসেছি। প্রক্রিয়াগুলো ঠিকমতো সম্পাদন করতে পারলে নির্দিষ্ট দিনে আমরা যেকোনো দলকেই হারাতে পারি। আমারা এবার সঠিক পথেই আছি। আশা করছি, খেলোয়াড়রা এ চ্যালেঞ্জ নিতে পারবে।’বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান/শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: চামু চিভাবা, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, এলটন চিগুম্বুরা, লুক জংউই, গ্রায়েম ক্রেমার, তেন্দাই চিসোরো এবং নেভিল মাদজিভা।এমআর/এমএস

Advertisement