ক্যাম্পাস

ঢাবিতে পাখি সচেতনতায় আলোকচিত্র প্রদর্শনী

পাখি সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পাখি শুমারিতে বাংলাদেশের ৩০ বছর ও বিশ্বের ৫০ বছর পদার্পণ উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।শুক্রবার সকালে জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন, বাংলাদেশ বার্ড ক্লাব ও আইইউসিএন বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।সকালে প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সভাপতি মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ বার্ড ক্লাবের সাবেক সভাপতি এনাম আল হক, বর্তমান সভাপতি নিয়াজ রহমান, টিএসসির পরিচালক আলমগীর হোসেন প্রমুখ।এর আগে পাখি সচেতনতা বিষয়ক একটি র্যালি বের করা হয়। র্যালিটি টিএসসি থেকে শুরু করে চারুকলা হয়ে আবার টিএসসিতে এসে শেষ হয়। এমএইচ/এসকেডি/আরআইপি

Advertisement