পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নে দক্ষ ও পেশাদার আমলা প্রয়োজন। কিভাবে মেধাবীদের এতে আকৃষ্ট করা যায় সে জন্য পদক্ষেপ নিতে হবে। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে সার্কভুক্ত ৮টি দেশের পিএসসি, সিএসসি কর্মকর্তাদের নিয়ে ‘চ্যালেঞ্জ ইন দ্য এক্সজামিনেশন প্রোসেস ফর রিক্রুটমেন্ট অব সিভিল সার্ভেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।শাহরিয়ার আলম বলেন, দেশের উন্নয়নে দক্ষ ও পেশাদার আমলা সৃষ্টিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে মেধাবী ও যোগ্যদের আকৃষ্ট করতে পদক্ষেপ নিতে হবে।পিএসসি চেয়ারম্যান ইকরাম আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, আমাদের দেশের পরীক্ষা পদ্ধতি দীর্ঘ মেয়াদী। এতে পরীক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়। কিভাবে স্বল্প মেয়াদী করা যায় তা দেখতে হবে। পিএসসিতে মেধাবীদের আগ্রহী করে তুলতে আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেণ তিনি।কর্মশালায় সার্কভুক্ত দেশের সিভিল সার্ভিস নিয়োগ পরীক্ষায় চ্যালেঞ্জসমূহ মোকাবেলার নিমিত্তে এ কর্মশালার আয়োজন করা হয়।এনএম/এআরএস/আরআইপি
Advertisement