জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অজ্ঞাত রোগে মারা যাচ্ছে শত শত বিঘা জমির আলু গাছ। বালাইনাশক কীটনাশক প্রয়োগ করেও ফল পাচ্ছেন না কৃষকরা। ফলন বিপর্যয়ের আশঙ্কায় শঙ্কিত তারা। উদ্ভূত পরিস্থিতির জন্য কৃষকরা দায়ী করছেন কৃষি বিভাগকে। আর কৃষি বিভাগ অজুহাত দেখাচ্ছেন প্রতিকূল আবহাওয়া ও নিম্নমানের বীজ রোপণকে। দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী অঞ্চল জয়পুরহাটে চলতি মৌসুমে এবার আলু চাষ হয়েছে প্রায় ৪১ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে আলুর গাছ। পাঁচবিবি উপজেলার গোরনা গ্রামের আহসান আলী ও ফিচকা ঘাট গ্রামের আদনান মিয়া জাগো নিউজকে জানান, অজ্ঞাত রোগে আলুর গাছ মরে নষ্ট হয়ে গেছে। ফসল বাঁচাতে বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগের পরও কোনো ফল পাওয়া যাচ্ছে না। এছাড়া কৃষি বিভাগের তদারকির অভাবে এমনটি হয়েছে বলেও তারা অভিযোগ করেন।এ ব্যাপারে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এ জেড এম সাব্বির ইবনে জাহান কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, উদ্ভূত পরিস্থিতির জন্য প্রতিকূল আবহাওয়া আর নিম্নমানের বীজ বপণ করা এর মূল কারণ।দ্রুত রোগটি চিহ্নিত করে কৃষি বিভাগের সঠিক পরামর্শ দেয়ার পাশাপাশি সঠিক মনিটরিং করা না গেলে আলু গাছের অজ্ঞাত মড়কে পথে বসতে হবে আলু চাষীদের এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় কৃষকরা।রাশেদুজ্জামান/এমজেড/আরআইপি
Advertisement