ক্যাম্পাস

শাবি শিক্ষক সমিতি নির্বাচনের চূড়ান্ত প্যানেল প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ২০১৬ নির্বাচনের তিনটি প্যানেলের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. তাজউদ্দিন এ তালিকা প্রকাশ করেন। আগামী ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহীদুল ইসলাম,পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল হান্নান, গণিত বিভাগের অধ্যাপক মাহবুবুর রশিদ। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঊদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ, আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ নামে তিনটি মোর্চা প্রতিদ্বন্দিতা করবে। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঊদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের প্যানেলে সভাপতি পদে ড. সৈয়দ সামসুল আলম (রসায়ন), সহ-সভাপতি পদে ড. তুলসী কুমার দাস (সমাজকর্ম), কোষাধ্যাক্ষ পদে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান (অর্থনীতি), সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স), যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক আল আমিন রাব্বী (সমাজবিজ্ঞান) প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়া সদস্য পদে ড. আব্দুল আউয়াল বিশ্বাস (নৃবিজ্ঞান), অধ্যাপক ড.নাজিয়া চৌধুরী (পদার্থ বিজ্ঞান), ড.দীপেন দেবনাথ (রসায়ন), সহযোগী অধ্যাপক ড. রেফাত কিবরিয়া (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), সহকারী অধ্যাপক এটিএম শহীদুল হক মজুমদার (পেট্রেলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং) ও সহকারী অধ্যাপক করিমা বেগম(নৃবিজ্ঞান) প্রতিদ্বন্দিতা করবেন। ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরামের প্যানেলে সভাপতি পদে ড. মো. সাজেদুল করিম (গণিত), সহ-সভাপতি পদে ড. মো. মোজাম্মেল হক (ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি), কোষাধ্যাক্ষ পদে ড. মো. রিজাঊল ইসলাম (বাংলা), সাধারণ সম্পাদক পদে ড. মো. নিজাম ঊদ্দিন (রসায়ন), যুগ্ম সম্পাদক পদে ড. খালিদুর রহমান (পরিসংখ্যান) প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়া সদস্য পদে ড. গোলাম আলী হায়দার চৌধুরী (গণিত), ড. মোহাম্মদ ইকবাল, (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং) ড. মো. ইসমাইল হোসেন (সমাজকর্ম), ড. মো. জাকির হোসেন (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি), ড. মো. জামাল ঊদ্দিন (পরিসংখ্যান) এবং ড. শাহ মো. আতিকুল হক (সমাজবিজ্ঞান) প্রতিদ্বন্দিতা করবেন। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দের প্যানেলে সভাপতি পদে ড. মো. রাশেদ তালুকদার (গণিত), সহ-সভাপতি পদে ড. শরদিন্দু ভট্টাচার্য্য (বাংলা), কোষাধ্যাক্ষ পদে ড. মুশতাক আহমেদ (সিভিল অ্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং), সাধারণ সম্পাদক পদে অধ্যাপক আমিনা পারভীন (সমাজকর্ম), যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহেদুল হোসেন (পেট্রলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং) প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়া সদস্য পদে ড. মো. জহির বিন আলম (সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং), ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং), ড. এস.এম.হাসান জাকিরুল ইসলাম (পলিটিক্যাল স্টডিজ), সহকারী অধ্যাপক মোহাম্মদ শামসুল আরেফিন (আর্কিটেকচার), সহকারী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল (ইংরেজী), সহকারী অধ্যাপক সৈয়দ মো. ওমর ফারুক (গণিত) প্রতিদ্বন্দিতা করবেন। এবারে মোট ভোট সংখ্যা হল ৪৮৮ জন এর মধ্যে ১২৬ জন শিক্ষা ছুটিতে আছেন। ছুটিতে থাকা অনেক শিক্ষক নির্বাচনের দিন ভোট দিতে আসেন। নির্বাচনে সব প্যানেলই নিরঙ্কুশ বিজয়ের আশা প্রকাশ করেছেন।আব্দুল্লাহ আল মনসুর/এমজেড/আরআইপি

Advertisement