কক্সবাজার শহরের বালিকা মাদ্রাসা সংলগ্ন সড়কে এক পর্যটককে ছুরিকাঘাত করেছেন ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহতের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত পর্যটকের নাম মো. সাকিব (১৯)। তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার টেকনিক্যাল গেইট এলাকার আব্দুল মতিনের ছেলে।সাকিবের অভিভাবকের দেয়া তথ্যে জানা যায়, তারা চট্টগ্রাম থেকে প্রায় ৪০ জন কক্সবাজার এসেছেন বিএম ল্যাবরেট্ররির পার্শ্ববর্তী বিএম এর এক প্রশিক্ষণে। সেখান থেকে সাকিব সন্ধ্যায় ঘুরতে বের হলে তিনি ছিনতাইয়ের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার সবকিছু ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় তাদের বাধা দেয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে একাধিক ছুরিকাঘাত করে সব নিয়ে পালিয়ে যান। পরে লোকজন তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসেন।কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক এসবি শর্মা জাগো নিউজকে জানান, সাকিবের গলায়, পেটে ও বুকে সাতটি ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনাটি শুনেছেন উল্লেখ করে জাগো নিউজকে জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।সায়ীদ আলমগীর/এমজেড/আরআইপি
Advertisement