নাটোরের সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় র্যাবের ভুয়া ম্যাজিস্ট্রেট ও মেজরসহ ছয় জনকে আটক করেছে র্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ইউনিফর্ম, পরিচয়পত্র, একটি মাইক্রোবাস, ১০টি মোবাইল ফোন, ৩৫ হাজার টাকা ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।র্যাব-৫ বাগামারা ক্যাম্পের এএসপি সোহেল রেজা ও স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে আটকরা র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচয় দিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শুকাশ ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে র্যাবের ভুয়া ম্যাজিস্ট্রেট ও মেজরসহ ছয়জনকে আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে র্যাবের ইউনিফর্ম, পরিচয়পত্র, ১০টি মোবাইল ফোন , ৩৫ হাজার টাকা ও মাদকদ্রব্যসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরে আটকদের নাটোর প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।রেজাউল করিম রেজা/এমজেড
Advertisement