দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও তিনজন মারা গেছেন।

Advertisement

বুধবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, মৃতদের মধ্যে একজন করোনায় ও বাকি দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে দুজনের বাড়ি রাজশাহী এবং বাকি একজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় কারো করোনা আক্রান্ত হয়নি।

Advertisement

হাসপাতালের করোনা ইউনিটের ৩৪ আসনের বিপরীতে ছয়জন ভর্তি ছিলেন। এরমধ্যে করোনা সন্দেহে পাঁচজন ও করোনা নেগেটিভ রোগী ভর্তি রয়েছেন একজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন। এছাড়া এ সময় নতুন কোনো রোগীও ভর্তি হয়নি।

ফয়সাল আহমেদ/আরএইচ/এমএস