বিনোদন

এ আর রহমানের সঙ্গে টিকিটে নাম না থাকায় যা বলছে মাইলস

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন উপমহাদেশের কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক এ আর রহমান।

Advertisement

তিনি ছাড়াও কনসার্টে গান পরিবেশন করে বাংলাদেশের ব্যান্ডদল মাইলস। ছিল বাংলা লোকগানের সম্রাজ্ঞী মমতাজের পরিবেশনাও। কিন্তু টিকিটের গায়ে এ আর রহমান ছাড়া আর কারো নাম ছিল না। এ নিয়ে চলছে বিতর্ক।

বিষয়টি ভালোভাবে দেখছেন না দেশের সংগীতপ্রেমীরা। অনেকেই বলছেন, নিজ দেশের শিল্পীদের অপমান করা হয়েছে।

এ বিষয়টি নিয়ে কথা হয় মাইলস ব্যান্ডের অন্যতম প্রধান গায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য হামিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘আমাকে কেন জিজ্ঞেস করছেন? আয়োজনে যারা ছিল তাদের জিজ্ঞেস করুন। আমাদের কি বলার আছে!’

Advertisement

এরপর হামিন আহমেদ আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘কেউ যদি মনে করে যে মাইলসের মতো ব্যান্ডের নাম উল্লেখ করার দরকার নেই তাহলে আমরা কীভাবে তাদের বোঝাব! আমরা কী বলবো? আমাদের নাম কেন দিলেন না, জানতে চাইবো? এতে তো নিজেদেরই ছোট করা হয়।

আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমার কাজটা করেছি। কিন্তু আপনি মাইলসের নাম দিলেন না, তো এ দেশে মিউজিক করে তাহলে লাভটা কী হলো?’

কিছু সংবাদপত্রে ভুল ছবি ছাপা হওয়া নিয়েও অভিযোগ করেন হামিন আহমেদ। তিনি বলেন, ‘কিছু সংবাদপত্র ভুল ছবি ছেপেছে। তারা লিখেছে ২৯ তারিখ কনসার্টে গান পরিবেশন করবেন মাইলস এবং মমতাজ। মমতাজের ছবি ঠিক আছে। কিন্তু মাইলসের ছবি তারা ভুল ছেপেছে।

প্রশ্ন হচ্ছে, সংবাদপত্রে কারা কাজ করছেন? ৪০ বছর ধরে মিউজিক করে আপনি যদি দেখেন আপনার ছবি ছাপা না হয়ে অন্য কারও ছবি হয়েছে তবে কেমন লাগবে? আয়োজকদের কাছ থেকে যেটা পাচ্ছি সাংবাদিকদের কাছ থেকেও তো সেই একই জিনিস পাচ্ছি।’

Advertisement

হামিন আহমেদে আরও বলেন, ‘একমাত্র আমাদের শ্রোতারাই ঠিক। শ্রোতারা ভুল করেন না। শ্রোতা আছেন বলেই আমরা এখনও গান করি। বাংলা গানকে নিয়ে যেতে পারছি চারদিকে।’

মাইলস ও মমতাজের নাম না থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও দুঃখ প্রকাশ করেছেন এই সময়ের অনেক সংগীতশিল্পী। জয় শাহরিয়ার তার পোস্টে লিখেছেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদযাপনে ভারতীয় শিল্পী এনে উৎসব করার কী মানে আছে আমি জানি না। এ আর রহমান বিশ্বমানের শিল্পী, তিনি বাংলাদেশে গাইলেন, এ দেশের মানুষ সুন্দর কিছু সংগীতময় মুহূর্ত পেল বুঝলাম। সেটাই মূল উদ্দেশ্য ধরে নিলাম।

কিন্তু এ আয়োজনে বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড মাইলস পারফর্ম করলো, যাদের নাম টিকিটে জায়গাও পেল না। এতে আমার প্রবল আপত্তি আছে। পাশের দেশের শিল্পীকে সম্মান জানাতে কোনো আপত্তি বা দ্বিধা নেই আমার। কিন্তু নিজের দেশের কিংবদন্তিকে প্রাপ্য সম্মান না দিতে পারাটা ভীষণ লজ্জার।’

এই পোস্টে জনপ্রিয় গীতিকার ও সুরকার তানভীর তারেক, আলিফ আলাউদ্দিনসহ মিউজিক ইন্ডাস্ট্রির অনেকেই এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।

এমআই/এলএ/এমএস