জয়পুরহাটে তিন দিনব্যাপি বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা- ২০১৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটারলজি চত্বরে যুগ্ম সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) বিসিএসআইআর সদস্য মুনছুর রাজা চৌধুরী এ মেলার উদ্বোধন করেন।এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক অতিন কুমার কন্ডু, ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটারলজির পরিচালক নাজিম জামান ও প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনোয়ার আরফিন খান।তিন দিনব্যাপি এ মেলায় ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ২৮ জন শিক্ষার্থী ২শ ১১টি গবেষণা প্রকল্প নিয়ে স্টল প্রদর্শন করে।রাশেদুজ্জামান/বিএ
Advertisement