মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের আট সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) এ ঘটনা ঘটে। শান্তিরক্ষা মিশনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Advertisement
কঙ্গোর ওই অঞলটিতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার কাজে নামের তারা। নিহতদের মধ্যে পাকিস্তানের ৬ জন ক্রু সদস্য ছিলেন। বাকী দুইজন রাশিয়া ও সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য।
কিভু প্রদেশের রাজধানী গোমায় নেওয়া হয়েছে মরদেহগুলো। মঙ্গলবার (২৯ মার্চ) এক শোকবার্তা দিয়ে পাকিস্তানের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত করেন।
তবে বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি জাতিসংঘ মিশন এবং তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।
Advertisement
সূত্র: সিএনএন
এসএনআর/জেআইএম