জাতীয়

ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

উড্ডয়নের দুই ঘণ্টার মধ্যে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বেসরকারি বিমান কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের মালয়েশিয়াগামী একটি ফ্লাইট। মঙ্গলবার রাতের এ ঘটনা সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের আঁতাতের কারণে গোপন রাখা হলেও বৃহস্পতিবার তা প্রকাশ পায়।জানা গেছে, উড্ডয়নের দুই ঘণ্টার মধ্যে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ায় ঢাকায় ফিরে আসে ফ্লাইটটি। এসময় বিমানটিতে ১৭০ জন যাত্রী ছিলেন। পরে কড়া নজরদারিতে যাত্রীদের উত্তরার একটি হোটেলে পৌঁছে দেয় বিমান কর্তৃপক্ষ।যাত্রীদের অভিযোগ, বুধবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭০ যাত্রীকে উত্তরার একটি হোটেলে পৌঁছে দেয়া হয়। তারপর তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখা হয়নি।ফ্লাইটে থাকা যাত্রী আবরার হোসেন জানান,  রাত ১১টার দিকে ফ্লাইটটির ঢাকা ছাড়ার কথা ছিল। প্রায় আধা ঘণ্টা দেরি করে সেটি উড্ডয়ন করে। উড্ডয়নের ঘণ্টা খানেক পরে হঠাৎ প্লেনের ভেতরে বিকট শব্দ শুরু হয়। এসময় যাত্রীদের বলা হলো, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। প্লেন তিন হাজার ফুট উচ্চতা থেকে এক হাজার ফুট উচ্চতায় নেমে গেছে। সবাইকে অক্সিজেন মাস্ক দেয়া হয়। এর প্রায় ১৫ মিনিট পর পুনরায় ঢাকায় শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করে বিমানটি।জানা যায়, ‘আকস্মিক যান্ত্রিক ত্রুটিতে’ পড়ে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয় ফ্লাইটটি। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। মঙ্গলবার রাতে সমুদ্রপৃষ্ঠের প্রায় তিন হাজার ফুট ওপরে থাকা অবস্থায় ওই ত্রুটি দেখা দেয়ার কথা বলা হয়।ইউনাইটেড এয়ারওয়েজের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটিতে কোন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল তা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জানা  যায়নি। তবে যাত্রীদের সঙ্গে যোগাযোগ না রাখার অভিযোগ সঠিক নয়।আরএম/এসএইচএস/এএইচ/বিএ

Advertisement