তথ্যপ্রযুক্তি

ই-সার্ভিসে সামর্থ বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর

ই-সার্ভিসে সামর্থ বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশে ই-সার্ভিস বাস্তবায়নে সামর্থ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতর এবং প্রধানমন্ত্রীর এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।আইসিটি অধিদফতরের মহাপরিচালক জসিম উদ্দিন আহমেদ এবং এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।সমঝোতা স্মারক অনুযায়ী এটুআই কর্মসূচি ও আইসিটি বিভাগ ই-ফাইলিংসহ বিভিন্ন ধরনের ই-সার্ভিস বাস্তবায়নের জন্য যৌথভাবে কাজ করবে। এতে আইসিটি বিভাগ দেবে কারিগরি সুবিধাদি। সেই ই-সার্ভিস বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টিতে প্রচারাভিযানও চালাবে আইসিটি বিভাগ।স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং আইসিটি অধিদফতর ও এটুআই কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।একে/আরআইপি

Advertisement