দেশজুড়ে

ছাত্রদল নেতা হত্যা : অভিযোগপত্রে নারাজি

সিলেটে বহুল আলোচিত ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যা মামলার অভিযোগপত্রে নারাজি দিয়েছেন মামলার বাদী। মামলার প্রধান আসামি মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুব কাদির শাহীসহ ১২ জনকে বাদ দেয়ায় নিহত জিলুর ভাই আহমেদ আহসান মাহবুব বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে-১ এ নারাজি দেন।বাদীপক্ষের আইনজীবী ফজলুল হক সেলিম, মোতাহির আলী, মোহাম্মদ জুয়েল ও তাহমিনা তাবাসসুম আদালতে চার্জশিটের বিরুদ্ধে আংশিক নারাজি আবেদন করেন। নারাজি আবেদনে উল্লেখ করা হয়, সব আলামত ও তথ্য-প্রমাণ থাকার পরও তদন্তকারী কর্মকর্তা উদ্দেশ্যমূলকভাবে প্রধান আসামি শাহীসহ ছাত্রদল কর্মী জয়নাল আবদীন, মো. সাদিক, গাজী লিটন, সালেহ আহমদ, নেছার আলম শামীম, কাউসার আহমদ, নাসির আহমদ, খাইরুল ইসলাম, মনোয়ার হোসেন মঞ্জু, রায়হান খান বাবলা ও হেলাল আহমদকে বাদ দিয়েছেন।বাদী ন্যায় বিচারের স্বার্থে সব আসামিদের অভিযোগ আমলে নেয়ার আদেশ কিংবা পিবিআই, ডিবি বা সিআইডির মাধ্যমে তদন্ত করার আদেশ প্রদানের আবেদন করেন।আদালতের বিচারক সাহেদুল করিম চার্জশিটের উপর শুনানির জন্য আগামী ১০ মার্চ তারিখ ধার্য্য করার কথা জানিয়েছেন অ্যাড. তাহমিনা তাবাসসুম।প্রসঙ্গত, গত বছরের ২৭ জুন নগরীর পাঠানটুলায় গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুল হক জিলুকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহীসহ দলের ২০ নেতাকর্মীদের বিরুদ্ধে নিহতের বড় ভাই আহমেদ আহসান মাহবুব বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। নিহতের পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের দেড় বছর পর গত ৭ ডিসেম্বর বাদীকে না জানিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই কমর উদ্দিন। ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

Advertisement