স্বাস্থ্য

পানির অভাবে দিনাজপুর মেডিকেল ছাড়ছেন রোগীরা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন ধরে পানি সরবরাহ না থাকায় চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়েছে। পানি না পেয়ে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।অপরদিকে, চার দিন ধরে ১৪টি ওয়ার্ডে পানি সরবরাহ না থাকায় বাথরুম ও টয়লেটগুলো মল মূত্রে ভরে গেছে। বর্তমানে হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে।পরিস্থিতি সামাল দিতে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ও ভর্তি হতে আসা রোগীদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।কবে কখন পানি সরবরাহ শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যায়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পানির পাম্প গত সোমবার নষ্ট হয়ে যায়। সে দিন থেকে হাসপাতালের ১৪টি ওয়ার্ড ও প্রশাসনিক শাখায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। সোমবার প্রথম দিন পানির সঙ্কট তেমন তীব্র না হলেও মঙ্গলবার থেকে হাসপাতালে পানির জন্য হাহাকার শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত পানি সরবরাহ শুরু না হওয়ায় বুধবার থেকে রোগীরা হাসপাতাল ছাড়তে শুরু করেছেন। অপরদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ অলিখিত সিদ্ধান্তে রোগীদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড ও ভর্তি হতে আসা রোগীদেরকে বিভিন্ন অজুহাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পানি সরবরাহ শুরু হয়নি।দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা চার দিন ধরে পানি সরবরাহ না থাকার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পানির পাম্পের বরিং নষ্ট হওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। বরিং এর কাজ চলছে অল্প সময়ের মধ্যে আবারও পানি সরবরাহ শুরু হবে বলে আশা প্রকাশ করেন।বৃহস্পতিবার বিকেলে জরুরী বিভাগে ডিউটিতে থাকা  ব্রাদার আলিম হোসেন জাগো নিউজকে জানান, চার দিন ধরে তারা পানি পাচ্ছেন না। ফলে তাদেরকে টিউবয়েল থেকে পানি নিয়ে এসে কাজ চালাতে হচ্ছে। এতে করে জরুরী বিভাগটি সঠিকভাবে পরিস্কার করা যাচ্ছে না।দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম জানাতে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ড বয় জানান হাসপাতালে কার্যত অস্বাস্থ্যকর পরিস্থিতি বিরাজ করছে। ১৪টি ওয়ার্ডে পানি সরবরাহ না থাকায় বাথরুম ও টয়লেটগুলো মল-মূত্রে ভরাট হয়ে গেছে। পানির অভাবে সুইপাররা তা পরিষ্কার করতে পারছেন না। রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

Advertisement