পরিবেশের উন্নয়নের জন্য ‘পরিবেশ উন্নয়ন তহববিল’ চালু করলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর গৃহস্থালী পণ্যের ব্র্যান্ড ‘টেল প্লাস্টিকস’। টেল প্লাস্টিকসের বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য থেকে সর্বনিম্ন দুই টাকা করে জমা দেওয়া হবে এ তহবিলে। পরবর্তীতে এ তহবিলের অর্থ খরচ করা হবে পরিবেশের উন্নয়নে।
Advertisement
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে এ তহবিলের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুন নাহার বলেন, বর্তমান সরকার পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সরকার যেসব উদ্যোগ গ্রহণ করে, তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলো কাজ করে। আর সাধারণ মানুষ শুধু ভোগ করে। এজন্য পরিবেশের ভারসাম্য ঠিক থাকে না। যদি সাধারণ মানুষ সচেতন হতো, তবে পরিবেশটা ঠিক থাকতো। আজকে এই অবস্থা আর দেখেতে হতো না।
টেল প্লাস্টিকসের ‘পরিবেশ উন্নয়ন তহবিল’ প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যে কাজ করছেন, এটা খুবই ভালো উদ্যোগ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আপনাদের এ কাজটা আমাদের জন্যও সহযোগিতা হচ্ছে। আমি মনে করি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের পাশে থাকা দরকার। পরিবেশ মন্ত্রণালয়ের পাশে দাঁড়ানোর মতো কোনো প্রতিষ্ঠান আপনাদের চেয়ে বেশি এগিয়ে নেই।
Advertisement
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, গৃহাস্থলী পণ্যের শীর্ষস্থানীয় উৎপাদনকারী হিসেবে আরএফএল গ্রুপের দায়িত্ব রয়েছে পরিবেশ নিয়ে কাজ করার। আমরা বিশ্বাস করি, শুধু পণ্য বিক্রয় করলেই ব্যবসা করা যায় না। আমরা চেষ্টা করি মানুষ কীভাবে ভালো থাকবে। সে দায়িত্ববোধ থেকে গ্রুপটি ২০১২ সাল থেকে প্লাস্টিক পণ্য রিসাইক্লিং কর্মকাণ্ডে যুক্ত। প্রতি বছর প্রায় ৩০ হাজার টন ‘ব্যবহৃত প্লাস্টিক’ সংগ্রহ করে প্রায় ২৭,০০০ মেট্রিক টন কাঁচামাল উৎপন্ন হয়। আমাদের দেশে ১৮ কোটি মানুষ। আমরা যদি সকলেই সচেতন হই, তবে তার প্রভাব গোটা বিশ্বে পড়বে। আমরা যেসব দরজা, টেবিল, চেয়ার তৈরি করি, যদি এসব তৈরি না করতাম, তাহলে দেশে অনেক কাঠের চাহিদা বাড়তো যার কারণে গাছ কাটতে হতো। এজন্য আমরা বলতেই পারি, আমাদের প্রতিষ্ঠান গাছ, পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল সবসময় পরিবেশসহ বিভিন্ন খাতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে। এ কর্মকাণ্ডকে আরও সুসংগঠিতভাবে সম্পাদন করার জন্য আমরা ‘টেল প্লাস্টিকস পরিবেশ উন্নয়ন তহবিল’ গঠন করেছি। আশা করি, এ তহবিলের মাধ্যমে আমরা পরিবেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবো।
টেল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, টেল প্লাস্টিকস-এর বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য থেকে কমপক্ষে দুই টাকা করে জমা দেওয়া হবে এ তহবিলে। পরবর্তীতে এ তহবিলের অর্থ খরচ করা হবে বৃক্ষ রোপণ, দূষণ প্রবণ এলাকায় পরিবেশ দূষণরোধ, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায়। তাছাড়া পরিবেশ নিয়ে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে, তাদের এ তহবিলের মাধ্যমে পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।
অনুষ্ঠানে টেল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) বশির উদ্দিন ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
এমআইএস/এমএইচআর/জেআইএম