জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, রাজস্ব হচ্ছে দেশের উন্নয়নের অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারেনা। তেমনি রাজস্ব ছাড়াও দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। বৃহস্পতিবার কক্সবাজারের হোটেল সী-গালের হল রুমে করনেট সম্প্রসারণ ও করদাতাদের উদ্বুদ্ধকরণের লক্ষে স্টক হোল্ডার, ব্যবসায়ী সমিতি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে `রাজস্ব সংলাপ-২০১৬` এর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে। রাজস্ব আয় দিয়েই এখন দেশের বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। আর রাজস্ব দিয়েই দেশে নির্মিত হচ্ছে সর্ববৃহৎ প্রকল্প পদ্মাসেতু। তাই রাজস্ব আদায় যত বাড়বে দেশের উন্নয়নও তত ত্বরান্বিত হবে। তাই সঠিকভাবে আয়কর দিয়ে রাজস্ব খাতকে স্বয়ংসম্পূর্ণ করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম কর কমিশনার কাজি এমাদুল হকের সভাপতিত্বে সংলাপে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট) ফরিদ উদ্দিন ও সদস্য (আয়কর) আব্দুর রাজ্জাক প্রমুখ।সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি
Advertisement