বিনোদন

৩ দিনেই ‘আরআরআর’ সিনেমার আয় ৫০০ কোটিরও বেশি

বক্স অফিসে সাফল্যের গল্প হয়ে উঠছে ‘আরআরআর’ সিনেমাটি। এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল এটি। যা করোনার কারণে বারবার পিছিয়েছে।

Advertisement

অবশেষে সিনেমাটি ২৫ মার্চ মুক্তি পায়। মুক্তির তিন দিনে (২৫-২৭ মার্চ) বক্স অফিসে বিশ্বের সর্বোচ্চ সংগ্রহে রেকর্ড গড়েছে সিনেমাটি। আয় ৬০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২০ কোটি টাকা।

ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গেল তিন (২৫-২৭ মার্চ) দিনে বিশ্বব্যাপী ‘দ্য ব্যাটম্যান’ সংগ্রহ করেছে ৪৫.৫ মিলিয়ন মার্কিন ডলার। ‘দ্য লস্ট সিটি’ সংগ্রহ করেছে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। সেখনে ট্রিপল আরের সংগ্রহ সবার চেয়ে বেশি, ৬০ মিলিয়ন ডলার।

সেই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মুক্তির তৃতীয় দিনে বিশ্বব্যাপী ‘আরআরআর’ সংগ্রহ করেছে ১২৬ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির তিন দিনে সিনেমাটির মোট সংগ্রহ ৪৫০ কোটি রুপির বেশি ছাড়িয়েছে।

Advertisement

দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে ‘আরআরআর’ সিনেমাটিতে। যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। এস এম রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন প্রমুখ। এমআই/এল/এএসএম