স্বাস্থ্য

চারদিন পর করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৮১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১১৯ জনে। এর আগে টানা চারদিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ।

Advertisement

সবশেষ ২৩ মার্চ একজনের মৃত্যু হয়েছিলো। এরপর ২৪, ২৫, ২৬ ও ২৭ মার্চ করোনায় কারো মৃত্যুর খবর দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ।

দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনে।

Advertisement

সোমবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৯৯৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জনে।

একই সময়ে ৮৭৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৫৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৯ হাজার ৩৯৭টি নমুনা।

ফলে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩৫১টি।

Advertisement

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনারোগী শনাক্ত হয়। আর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

এমইউ/জেডএইচ/এএসএম