প্রবাস

লেবাননে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেলেন ৫ শতাধিক বাংলাদেশি

লেবাননে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন প্রায় সাড়ে ৫ শতাধিক বাংলাদেশি।

Advertisement

রোববার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিফিলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ মেডিকেল টিম এ সেবা দেন।

লেবাননের জল সীমানায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাস যৌথভাবে এ বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করে। পাশাপাশি করোনা ভ্যাকসিন নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্যও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে দূতাবাস।

বৈরুতের আল ক্লাসিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত এ চিকিৎসাসেবা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, বানৌজা সংগ্রামের ক্যাপ্টেন এম জাহিদ হোসেন ও দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন।

Advertisement

চিকিৎসাসেবা নিতে আসা বাংলাদেশিরা দূতাবাস ও বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিমের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লেবাননের স্বাস্থ্যখাতে চলমান সংকটময় মুহূর্তে এ চিকিৎসাসেবা আমাদের জন্য উপকারী।

লেবাননে অর্থনৈতিক সংকটের কারণে স্বাস্থ্যখাতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। কয়েকগুণ দাম বেশি দিয়েও ফার্মেসিগুলোতে চাহিদামত প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না বাংলাদেশিরা।

একেআর/জেআইএম

Advertisement