ক্যাম্পাস

৪র্থ দিনেও কর্মবিরতি চলছে জবি শিক্ষকদের

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে ৪র্থ দিনেও কর্মবিরতি অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকরা। বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা। তবে শিক্ষকদের সমাবেশে কয়েকজন শিক্ষক নেতা ছাড়া কাউকে দেখা যায়নি। সমাবেশে শিক্ষকরা তাদের দাবি দাওয়ার পক্ষে বক্তব্য তুলে ধরেন। জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন জাগো নিউজকে বলেন, আমাদের আন্দোলন চলেছে, চলবে। তবে আন্ডারগ্রাউন্ডে আলোচনা না চালিয়ে এ বিষয়ে দ্রুত সমাধান চাই। আমরা এ বিব্রতকর পরিস্থিতিতে থাকতে চাই না। এসএম/একে/আরআইপি

Advertisement