আন্তর্জাতিক

নয়াদিল্লিতে পাকিস্তান এয়ারলাইনসের অফিসে হামলা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) অফিসে হামলার ঘটনা ঘটেছে। কট্টরপন্থী হিন্দু শিবসেনার সদস্যরা হামলা চালিয়ে অফিসে ব্যাপক ভাঙচুর করেছে বলে কর্মকর্তারা অভিযোগ করেছেন। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে এক্সপ্রেস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ার লাইনসের অফিসে চরমপন্থী হিন্দুরা হামলা চালিয়ে কম্পিউটার ও জানালা ভাঙচুর করেছে। নয়াদিল্লির নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের একজন মুখপাত্র বলেন, হামলার পর দিল্লি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া পিআইএ কর্মকর্তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ওই কর্মকর্তা আরো বলেন, কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব। এর আগে গত বছরের অক্টোবরে মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসে হামলা চালায় কট্টরপন্থী শিব সেনার সদস্যরা। পরে দুই দেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক বাতিল করা হয়। এসআইএস/আরআইপি

Advertisement