দেশজুড়ে

শকুনটির আশ্রয় হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে

কুমিল্লার হোমনায় উদ্ধারকৃত বিলুপ্ত প্রায় ও বিরল প্রজাতির একটি শকুন বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে ঢাকার বন অধিদফতরের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা জেলার হোমনায় এসে ‘পরিজীয় গৃহিণী’ নামের এ শকুনটি গ্রহণ করেন। উপজেলা বন কর্মকর্তা ফজলে রাব্বি ওই ইউনিটের পরিদর্শক অসিম মল্লিকের কাছে বিরল প্রজাতির এ পাখিটি হস্তান্তর করেন। বৃহস্পতিবার থেকে কিছুদিনের জন্য চিকিৎসা করাতে এটি বঙ্গবন্ধু সাফারি পার্কে রাখা হবে বলে জানা গেছে।জানা যায়, গত ৬ জানুয়ারি বিকেলে গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় এ শকুনটি জেলার হোমনা সদরের রেহানা মজিদ কলেজ সংলগ্ন জমিতে পড়ে। এসময় স্থানীয় ব্যবসায়ী জামাল মিয়া আহত ওই শকুনটি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে চিকিৎসা দেন। পরে শকুনটিকে বাড়িতে নিয়ে পরম মমতায় সুস্থ করে তোলেন। বিষয়টি উপজেলা বন বিভাগকে জানালে তারা ঢাকায় বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটে খবর দিলে বুধবার তারা হোমনায় আসেন। শকুনটি গ্রহণ করে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জাগো নিউজকে জানান, বন বিভাগ কর্তৃক খবর পেয়ে আমরা দেশে বিলুপ্ত প্রায় এ বিরল প্রজাতির ‘পরিজায়ী গৃহিণী শকুনটি গ্রহণ করি। আপাতত এটি বঙ্গবন্ধু সাফারি পার্কে রেখে চিকিৎসা দেয়া হবে। পরে শকুনটি পুরোপুরি সুস্থ হলে আবাসস্থল অনুযায়ী প্রকৃতিতে ছেড়ে দেয়া হবে।মো. কামাল উদ্দিন/এমজেড/আরআইপি

Advertisement