দেশজুড়ে

কক্সবাজারে সন্ত্রাসী প্রতিরোধে সড়ক অবরোধ

সন্ত্রাস বাহিনী কর্তৃক জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর অবরোধে কক্সবাজার-টেকনাফ সড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই অবরোধের সৃষ্টি করে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, লিংক রোড এলাকায় কুদরত উল্লাহ নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র বুধবার রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির সদর পাড়ার একটি খেলার মাঠ দখল করে। তাদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন এলাকার কয়েকজন লোক। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে এলাকার নারী-পুরুষ বিক্ষোভ শুরু করে। তারা এক পর্যায়ে সড়কে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কক্সবাজার টেকনাফ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পোহাতে হয় পর্যটকসহ সাধারণ মানুষের।ঘটনার খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলীর নেতৃত্বে রামু ও কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়ক অবরোধ তুলে নেন।অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী জাগো নিউজকে জানান, বেলা ১২টায় সড়ক অবরোধ তুলে নেয়া হয়। এলাকাবাসীর সঙ্গে আলাপ হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন কিছু লোক খেলার মাঠ নিয়ে দখলের অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। তবে অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত কুদরত উল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।সায়ীদ আলমগীর/এমজেড/আরআইপি

Advertisement