করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে আরও তিন হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ২৯ হাজার ৬৭০ জন রোগী। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৯ হাজার ৯১০ জন।
Advertisement
এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪৫ হাজার ১৮৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ১২ লাখ ৩৭ হাজার ১৮৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪১ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৭০৩ জন।
রোববার (২৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৫ হাজার ৪৭৯ জন। একই সময়ে মারা গেছেন ৩২৩ জন। এনিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৭১১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৬১৭ জন।
Advertisement
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৯৫ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৭২ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ৪৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৬৭ হাজার ১৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ৫১০ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছে ২২১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১৬ লাক ১৬ হাজার ৯৩৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ তিন হাজার ৪২৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ছয় কোটি ৪২ লাখ ৬৮ হাজার ৯৭৬ জন।
একদিনে ভারতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন এবং মারা গেছেন ১৪৯ জন। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ১৯ হাজার ২৭০ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৩৪ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি ২৪ লাখ ৮০ হাজার ৪৩৬ জন।
ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৮৬ জন। এসময়ে দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৯২২ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৯৮ লাখ ৩২ হাজার ১৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৫৮ হাজার ৮১২ জন।
Advertisement
এছাড়া ২৪ ঘণ্টায় ইতালিতে ১১৮ জন, জাপানে ১১৬ জন, ইন্দোনেশিয়া ১০৭ জন, মেক্সিকোতে ২০২ জন, হংকংয়ে ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মার গেছেন।
এএএইচ/এমএস