জাতীয়

ডিজিটালাইজড হচ্ছে সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীকে ডিজিটালাইজড করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ শেষে দরবার হলে দেয়া ভাষণে এ কথা জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার সামরিক বাহিনীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিল। বাংলাদেশ এখন ক্ষুধা আর দারিদ্র পীড়িত নয়। এখন দেশে দারিদ্রের হার ৪০ থেকে ২২ দশমিক ৪ শতাংশে নিয়ে আসা সম্ভব হয়েছে। কমেছে মানুষের আয় বৈষম্য। বেড়েছে মানুষের মাথাপিছু আয় ও বৈদেশিক রিজার্ভ।ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, এরই প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীকেও ডিজিটালাইজড করা হচ্ছে। পাশাপাশি ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কথাও জানান তিনি।এর আগে বেলা সোয়া ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রংপুরের খলেয়া গঞ্জিপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে সেনাপ্রধান লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাক তাকে স্বাগত জানান।বেলা সাড়ে ১২টায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োাজিত `ব্রিগেড গ্রুপ আক্রমণ` মহড়া দেখেন প্রধানমন্ত্রী। মহড়া পর্যবেক্ষণ শেষে সেনাবাহিনীর দরবার হলে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানানো হয়।প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রী সফরসঙ্গী ছিলেন।জিতু কবীর/এআরএ/আরআইপি

Advertisement