দেশজুড়ে

ইজতেমায় নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা

পুলিশ সদস্যরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে জানিয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং) মো. মইনুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্ব ইজতেমায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন শহীদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, এখানে নিরাপত্তা দেয়ার জন্য সব কিছু করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপট, আন্তর্জাতিক বিশ্বের পরিমণ্ডল ও বাংলাদেশের বর্তমান পরিমণ্ডল, যে সমস্ত কর্মকাণ্ড হতে পারে এগুলো মাথায় রেখেই আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। এটা ধর্মীয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানের দায়িত্ব আমরা আগেও পালন করেছি। দীর্ঘদিন ধরে আমাদের অভিজ্ঞতা রয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ কোনো সময় জঙ্গিদের প্রশ্রয় দেয়নি, দেবেও না। আমরাও তৎপর রয়েছি। কোনো ভাবেই সমস্যা হবে না ইনশাল্লাহ। মানুষ নিরাপদে এখানে আসবে, আবার নিরাপদে ফিরে যাবে।গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৫ সহস্রাধিক পুলিশ দায়িত্ব পালন করবে। এর আগে শহীদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়ামে বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যের উদ্দেশ্যে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়।     আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

Advertisement