মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
২৬ মার্চ ২০২২, শনিবার। ১২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা১৯৭১- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।১৯৭২- বাংলাদেশ প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করে।১৯৯২- বাংলাদেশ-ভারত ৩ বিঘা নিয়ে চুক্তি স্বাক্ষর।১৯৯৬- সংসদে সংবিধান সংশোধনী বিল পাস।১৯৯৭- সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক আয়োজনে বহুল আলোচিত শিখা চিরন্তন স্থাপন।
জন্ম১৮৯৩- ডি.জি. নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। ১৯০৭- হিন্দি ভাষার ছায়াবাদ ঘরানার কবি মহাদেবী বর্মা।১৯১৩- অতিপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ পল এর্ডশ।১৯২৬- ভাষাসৈনিক ও রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালেক নওয়াজ খান। ১৯৭৩- মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা লরেন্স ল্যারি পেইজ।
Advertisement
মৃত্যু১৯৭১- বাঙালি শিক্ষাবিদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্য।১৯৭১- বাংলাদেশি শিক্ষাবিদ আতাউর রহমান খান খাদিম। তিনি ত্রিপুরার খড়মপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভগে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ইতিহাসের জঘন্যতম গণহত্যার সূত্র ধরে ২৬ মার্চ সকালে পাকিস্তানি বাহিনী আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে এবং হত্যা করে শহীদুল্লাহ্ হলের তৎকালীন মেধাবী এই আবাসিক শিক্ষককে।
১৯৭১- বাংলাদেশি বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব। তিনি জি সি দেব নামেই সমধিক পরিচিত। ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের পঞ্চখণ্ড পরগনার (বর্তমানে বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার উপজেলা) গ্রাম লাউতাতে জন্মগ্রহণ করেছিলেন ১৯০৭ সালের ১ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনবিদ্যার একজন অধ্যাপক ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশি বুদ্ধিজীবী-সম্প্রদায়কে ধ্বংস করার একটি পরিকল্পনার অংশ রূপে পাকিস্তানি সৈন্যরা ক্ষণজন্মা মনীষী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ড. গোবিন্দ চন্দ্র দেবকে ১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে হত্যা করেছিল।
২০০৯- মহামহোপাধ্যায় উপাধি ও রাষ্ট্রপতি সম্মানে ভূষিত সংগীত শিল্পী গোবিন্দগোপাল মুখোপাধ্যায়।
দিবসবাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস
Advertisement
কেএসকে/এমএস