তথ্যপ্রযুক্তি

বাজারে ব্রাদারের নতুন প্রিন্টার

গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো ব্রাদারের নতুন মনোক্রোম লেজার মাল্টিফাংশন প্রিন্টার  ‘এমএফসি-এল২৭০০ডিডাব্লিউ ’। ওয়্যারড ও ওয়্যারলেস নেটোয়ার্ক সম্পন্ন এই প্রিন্টারটি একাধারে প্রিন্ট, কপি, স্ক্যান এবং ফ্যাক্স করতে সক্ষম । এই প্রিন্টার দিয়ে ওয়াইফাই নেটোয়ার্কিং এবং ক্লাউড নেটোয়ার্কিং এর মাধ্যমে যেকোন ডিভাইস থেকে প্রিন্ট করা যাবে। এছাড়াও এই প্রিন্টারটি প্রতি মিনিটে ২৬ পৃষ্ঠা এবং একটি পৃষ্ঠার দুই পাশেই প্রিন্ট করতে পারে। প্রিন্টারটিতে রয়েছে ৩২ মেগাবাইট মেমোরি, ১২০০৬০০ ডিপিআই প্রিন্টিং রেজ্যুলেশন, ৬০০X২৪০০ ডিপিআই স্ক্যান রেজ্যুলেশন  এবং ৩৩.৬ কেবিপিএস ফ্যাক্স স্পিড। তিন বছরের ওয়ারেন্টিসহ এই প্রিন্টারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৫শ’ টাকা ।আরএম/এসকেডি/পিআর

Advertisement