রিকশার রাজধানী বলা হয় বাংলাদেশের ঢাকাকে। প্রায় ৫ লক্ষাধিক রিকশা চলাচল করে এই শহরে। ৪০ শতাংশই মানুষের যাতায়াত রিকশার মাধ্যমে এমন তথ্য সন্নিবেশিত হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ২০১৫ সালের প্রকাশনায়।গিনেস বুকের রিকশার তথ্যের জন্য ফেব্রুয়ারি মাসে Planning, Transportation & Guinness World Records Consultant ডাব্লিউবিবি ট্রাস্টের (বাংলাদেশের ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ) মিডিয়া অ্যাডভোকেসি অফিসার সৈয়দ সাইফুল আলমের dhaka-rickshaw.blogspot.com ব্লগটি পড়ে তার সঙ্গে যোগাযোগ করেন। সৈয়দ সাইফুল আলম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঢাকার রিকশার চলাচলের পরিসংখ্যান ও বিভিন্ন তথ্য প্রদান করেন।গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ২০১৫ বইয়ে লেখা হয়েছে, `একটি শহরেই সর্বাধিক রিকশা। বাংলাদেশের ঢাকাতেই কমপক্ষে পাঁচ লক্ষাধিক রিকশা চলাচল করে। ১৫ মিলিয়ন মানুষের শহর ঢাকার ৪০ শতাংশ মনুষই রিকশায় চড়ে।`নারী, শিশু ও প্রতিবন্ধীদের যাতায়াত নির্বিঘ্ন করা এবং যাতায়াতজনিত দূষণ নিয়ন্ত্রণে রিকশাবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে গত ১০ বছর বিভিন্নভাবে কর্মসূচি অব্যাহত রেখেছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট।এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন যাতায়াত নীতিমালা বিশ্লেষণ ও রিকশাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রচারণা, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন ইত্যাদি অব্যাহত রেখেছে।
Advertisement