প্রবাস

লেবাননে বাংলাদেশ দূতাবাসে ‘গণহত্যা দিবস’ পালন

লেবাননে বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার (২৫ মার্চ) সকালে দূতাবাসের সম্মেলনকক্ষে দিবসের কার্যক্রম শুরু হয়।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গণহত্যা দিবসের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি।

Advertisement

রাষ্ট্রদূত গণহত্যা দিবসকে ইতিহাসের কালো অধ্যায় আখ্যায়িত করে বলেন, বাঙালি জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরের ২৫ মার্চ রাতে যে পৈশাচিক নির্যাতন চালিয়েছিল, তা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বর্বর। হত্যা করা হয়েছিল নিরীহ-নিরপরাধ মানুষকে। ২৫ মার্চের শোককে বঙ্গবন্ধু শক্তিতে রূপান্তরিত করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা লাভ করি।

তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বহির্বিশ্বে এক অনন্য উচ্চতায় অবস্থান করছে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন লেবানন আওয়ামী লীগের নেতারা। এতে দূতাবাসের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

Advertisement

এএএইচ/এমএস