খেলাধুলা

ফিফটির ম্যাচে পারভেজ রাসুলের কিপটেমিতে ধরা আশরাফুলরা

দুই ম্যাচে হতাশ করার পর অবশেষে রানের দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মন্থর গতির ফিফটি হাঁকিয়েছে ব্রাদার্স ইউনিউনের অধিনায়ক। অবশ্য তবু জয় পায়নি তার দল। শুক্রবার ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে পারভেজ রাসুলের কিপটে বোলিং ও সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ধানমন্ডির ক্লাবটি।

Advertisement

টস হেরে আগে ব্যাট করা ব্রাদার্স ৪৪.১ ওভারে মাত্র ১৫৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে মাত্র ৩৩ ওভারেই ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন শেখ জামাল।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১১১ রান যোগ করেন ফেলেন সৈকত আলি ও সাইফ হাসান। সৈকত আউট হন ৩৮ রান করে। সাইফের ব্যাট থেকে আসে ১৪ চার ও ১ ছয়ের মারে ৮৫ বলে ৮১ রান।

এরপর ইমরুল কায়েস ২৩ ও জহুরুল ইসলাম ১১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। চতুর্থ ম্যাচে শেখ জামালের এটি চতুর্থ জয়।

Advertisement

এর আগে ব্রাদার্সের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক আশরাফুল। প্রায় তিন ঘণ্টা ব্যাটিং করে ৭ চারের মারে ৯৬ বলে ৫৫ রান করেন তিনি। এছাড়া ইমতিয়াজ হোসেন করেন ২৮ রান।

ব্রাদার্সকে আটকে রাখার মূল কারিগর ভারতীয় রিক্রুট পারভেজ রাসুল। তিনি নিজের ১০ ওভারে ৫টি মেইডেনসহ মাত্র ৯ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। এছাড়া সানজামুল ইসলাম ও সুমন খানের শিকার ২টি করে উইকেট।

এসএএস/এএসএম

Advertisement