টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে স্বপন চক্রবর্তী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
এরআগে বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বপন চক্রবর্তী উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলীপাড়া গ্রামের কানাই চক্রবর্তীর ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। তার ১০ ও ২ বছরের দুই ছেলেসন্তান রয়েছে।
কাঞ্চনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আতিকুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
নিহত যুবকের চাচাতো ভাই শীতল চক্রবর্তী জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হচ্ছিলেন স্বপন চক্রবর্তী। বাড়ির রাস্তায় তাকে সাপে কামড় দেয়। এরপর কবিরাজের খোঁজ করা হয়। তবে এর আগেই বিষ পুরো শরীরে উঠে যায়। পরে রাতেই তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
ইউপি মেম্বার আতিকুর রহমান উজ্জ্বল জানান, যুবকের মরদেহ সৎকারের জন্য বাড়িতে আনা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম
Advertisement