বিনোদন

আমাদের জুটি সুপার ডুপার হিট ছিল: অভিষেক স্মরণে ঋতুপর্ণা

টলিউডের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয় মারা গেছেন। গতকাল বুধবার (২৩ মার্চ) দিনগত রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিষেকের মৃত্যুতে পশ্চিমবঙ্গ সিনেমা ও শোবিজে শোক নেমে এসেছে।

Advertisement

প্রসেনজিতের পর এই অভিনেত্রী অভিষেকের বিপরীতে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন। অভিষেকের মৃত্যুর প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘খুব মন খারাপ লাগছে। ওর জীবনে মৃত্যু এভাবে চলে আসবে বুঝিনি। এই বয়সে কেন চলে গেল? নিজের দিকে তাকালো না?’

এই অভিনেত্রী বলেন, ‘প্রসেনজিতের পর সবচেয়ে বেশি অভিষেকের সঙ্গে কাজ করেছি আমি। আমাদের জুটি সুপার ডুপার হিট! যেখানেই যেতাম লোকে আমাদের কথা বলতো। একসঙ্গে দেখতে চাইতো। ওর চলে যাওয়াটা বাংলা সিনেমায় শূন্যতা সৃষ্টি করবে। মিঠুর (অভিষেকের ডাক নাম) মতো অভিনেতারা বাংলা সিনেমার খরার সময় এসে ধরে রেখেছিল এই ইন্ডাস্ট্রিকে। ’

ঋতুপর্ণা বলেন, ‘মিঠু কিন্তু সবসময় হাসিখুশি ছিল। সেটে সবার সঙ্গে খুব মজা করতো। ওর ব্যবহার খুব বন্ধুসুলভ ছিল। সবাই ওকে খুব ভালোবাসতো। খুব প্রাণবন্ত ছিল। পরিচালকের কাছে নিজেকে সমর্পণ করতো মিঠু। মনটা খচখচ করছে আমার। আর তো কথা হবে না মিঠুর সঙ্গে! আমাদের ভুল বোঝাটা কী রয়ে গেল মিঠু? ও কী সত্যি আর বুঝলো না?’

Advertisement

যোগ করে পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘অভিষেক আমার ভালো চাইতো। এতো ভালো বন্ধুত্ব আমাদের, তবে হঠাৎ ভুল বোঝাবুঝি হলো। আমি কিন্তু সবসময়ই ওর সম্পর্কে ভালো কথাই বলেছি। কিন্তু তাও...কী যে হলো! ও আমায় বুঝলো না। প্রকাশ্যে এমন কথা বলেছিল আমার সম্পর্কে যা সত্যি নয়। আমি ওর ক্ষতি চাইনি কোনোদিন। ও বুঝতে পারেনি সেটা। সেই না বোঝা নিয়েই কি চলে গেল?’

ঋতুপর্ণ ঘোষের ‘দহন’ সিনেমায় জুটি বেঁধে প্রথম অভিনয় করেছেন ঋতুপর্ণা ও অভিষেক। এই জুটির সবশেষ সিনেমা ছিল ‘নীলাচলে কিরিটী’। মাঝে ‘সুজন সখী’সহ বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার সফল এ জুটি।

এমআই/এলএ/জেআইএম

Advertisement