অর্থনীতি

রেমিটেন্স অ্যাওয়ার্ড পেলেন ২৪ প্রবাসী

বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রবাসীদের অবদানের স্বীকৃতি স্বরূপ এবং ব্যাংকিং চ্যানেলে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানোয় উৎসাহিত করার উদ্দেশে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ২৪ প্রবাসীকে রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০১৩ প্রদান করল।রোববার রাজধানীর হোটেল পূর্বানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রেমিটারগণের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর।অ্যাওয়ার্ডধারীরা হলেন- যুক্তরাজ্যের সেশায়ারে অবস্থানরত মহিউল মোহাম্মদ খান, ইউ এ ই এর আজমনে অবস্থানরত মোহাম্মদ মাহতাবুর রহমান, ইউ এস এ, নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থানরত মো. রেজাউল হাসান, কুয়েতের কুয়েত সিটিতে অবস্থানরত জাকির হোসেন, নাজমুল হোসেন গাজী, ইউ এ ই এর দুবাইয়ে অবস্থানরত আবুল কালাম, এস কে এম একরামুজ্জামান, মোহাম্মদ এমাদুর রহমান, হংকং এর মংককে অবস্থানরত সাইদুর রহমান হাবিব, ইউ এ ই এর এলিয়েনে অবস্থানরত জাফর আহমেদ, ইউএসএ এর টেক্সাসে অবস্থানরত নিজাম মোহাম্মদ মিয়া, জার্মানির গ্রেট ব্রেকহামের ওয়াসবার্গে অবস্থানরত সৈয়দ আব্দুল কাইয়ুম, ফিলিপাইনের মেট্রোপলিটন এফ মাকাটি সিটিতে অবস্থানরত আবু তাহের মোহাম্মদ আমানুল্লাহ, যুক্তরাজ্যের মিডলসেস্কে অবস্থানরত ডা. মীর আজমল আলী, ইতালির নেপলিতে অবস্থানরত ওহিদ মোল্লা, যুক্তরাজ্যে শফি আহমেদ চৌধুরী, কুয়েতে মো. ইমদাদুল ইসলাম, অস্ট্রেলিয়ার সিডনিতে মো. মুকিতুর রহমান, মালয়েশিয়ার কুয়ালামপুরে আহমাদুল আমিন, পাপুয়া নিউগিনিতে অবস্থানরত রবিন রহমান।এছাড়া বন্ডে বিনিয়োগকারীগণ হল ইউ এ ই এর দুবাইয়ে অবস্থানরত মোহাম্মদ অলিউর, আব্দুল করিম, মো. আক্তার হোসাইন, কানাডায় অবস্থনরত মিজান মোহাম্মদ।কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১৩ সালে ব্যাংকিং চ্যানেলে ১৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১ বিলিয়ন ৪৬৫ মিলিয়ন রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৫০২ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৫৫ শতাংশ বেশি।

Advertisement