রাজশাহীতে কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. আফজাল হোসেন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
Advertisement
বুধবার (২৪ মার্চ) দিনগত রাত ১টায় দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি চারঘাট থানার মেরামতপুর এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, গত ১২ মার্চ আব্দুল কাদের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা দিতে পুলিশ লাইন্স মাঠে যান। এসময় আফজাল হোসেন তাকে দশ লাখ বিনিময়ে চাকরির দেওয়ার প্রলোভন দেখায়। আব্দুল কাদেরের বাবা আব্দুর রাজ্জাকের কাছে থেকে কৌশলে ব্যাংকের দুইটি চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই নেন। পরে ১৪ মার্চ তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা আদায় করেন। বিষয়টি জানাজানি হলে তার কাছে টাকা ফেরত চাইলে গালিগালাজ করে মামলা দেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে ২৩ মার্চ রাতে সাড়ে ১২টায় আব্দুর রাজ্জাক চারঘাট থানায় অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মো. আফজালকে গ্রেফতার করে। এ ঘটনায় চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে। এছাড়া আফজালের সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Advertisement
ফয়সাল আহমেদ/আরএইচ/জেআইএম