চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ওষুধ আইন লংঘনের দায়ে ৪৬৫টি প্রতিষ্ঠানকে ৬৮ লাখ ৩৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।তিনি আরও জানান, ওষুধ আইন লংঘনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে করাদাণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া ৩৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওষুধ আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো শতকরা ৯৭ ভাগ ওষুধ উৎপাদন করে এবং শতকরা ৩ ভাগ উচ্চ প্রযুক্তির জীবন রক্ষাকারী ওষুধ আমদানী করা হয়।তিনি বলেন, আমদানীকৃত ওষুধের মূল্য কিছুটা বেশী থাকে। তবে সরকার দেশে উৎপাদিত তালিকাভুক্ত ১১৭টি ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করে থাকে।মন্ত্রী বলেন, ওষুধের সরবরাহ ও মূল্য পরিস্থিতির উপর ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা বিদ্যমান রয়েছে।প্রান্তিক ব্যবহারকারীদের কাছে ক্রয়সাধ্য মূল্যে অত্যাবশ্যকীয় ওষুধ সহজলভ্য করার লক্ষ্যে বিদ্যমান অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা পুনর্মূল্যায়ন ও মূল্য নির্ধারণ নীতিমালা সংশোধনের ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।
Advertisement