ধর্ম

বিশ্বনবীর ভাষায় শহীদ যারা

ইসলামে শহীদের মর্যাদা অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। ইহা একটি ইসলামী পরিভাষা। যা কোনো সামাজিক ও রাজনৈতিক পরিভাষা নয়। সুতরাং শহীদের মর্যাদা লাভের জন্য প্রথম ও প্রধান শর্ত হচ্ছে মুসলিম হতে হবে।হযরত জাবের বিন আতিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকার শহীদ রয়েছে। তারা হলো-১- মহামারীতে মৃত্যুবরণকারী,২- পানিতে নিমজ্জিত ব্যক্তি,৩- শয্যাশায়ী অবস্থায় মৃত শহীদ,৪- পেটের রোগে মৃত্যুবরণকারী,৫-আগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী,৬- যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায়,৭- প্রসবকালীন সময়ে মৃত্যুবরণকারী নারী। (মুয়াত্তা মালিক)রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিসে আরো বলেন-১. যে ব্যক্তি তার দ্বীনের (ইসলাম) জন্য নিহত হয়;২. যে ব্যক্তি তার জীবন রক্ষার্থে নিহত হয়;৩. যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয়;৪. যে ব্যক্তি তার পরিবার রক্ষার্থে নিহত হয়, সে শহীদ। (মুসলিম, মিশকাত)মুসনাদে আহমাদে এসেছে, যে ব্যক্তি অত্যাচারের স্বীকার হয়ে (মযলূম অবস্থায়) নিহত হয়, সেও শহীদ।’উল্লেখ্য যে, ঐ সকল মুমিন ব্যক্তি আখিরাতে শহীদের নেকী ও মর্যাদা পাবেন। যদিও দুনিয়াতে তাদের গোসল ও জানাযা করা হবে।শহীদের শ্রেণী বিভাগ১. যারা দুনিয়া ও আখিরাতে শহীদ। তাঁরা হলেন- কাফিরদের সঙ্গে যুদ্ধে নিহত মুমিন ব্যক্তি;২. আখিরাতে শহীদ। তারা হলো উপরে বর্ণিত দ্বীনের (ইসলামের)জন্য ব্যতিত অন্যান্য শহীদগণ;৩. দুনিয়াতে শহীদ, আখিরাতে নয়। তারা হলো- যুদ্ধের ময়দানে গণীমতের মাল আত্মসাৎকারী অথবা জিহাদ থেকে পলাতক অবস্থায় নিহত ব্যক্তি।’ (ফিক্বহুস সুন্নাহ)এমএমএস/পিআর

Advertisement