পুরো নাম নাম নাসির উদ্দীন মাহমুদ আল খায়ী। তবে কেউ ডাকে মোল্লা সাহেব। কেউ ডাকে হোজ্জা। আবার কেউ কেউ বলে মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা। তিনি পরিচিত তার সুক্ষ্ণ রসবোধের কারণে। তার সময়ে যেমন জনপ্রিয় ছিলেন এখনো তেমনি আছনে।
Advertisement
এক সন্ধ্যায় হোজ্জা বাড়ির সামনে দিয়েই হাঁটছিলেন। এমন সময় দেখতে পেলেন একদল ঘোড়সওয়ার তার দিকে এগিয়ে আসছে। তিনি তাদের দিকেই খুব কৌতূহলী হয়ে তাকিয়ে রইলেন।
কিন্তু দিব্যদৃষ্টিতে তিনি যেন দেখতে পেলেন তাকে ধরে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে কিংবা সেনাবাহিনীতে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
হোজ্জা লাফ দিয়ে দেয়াল টপকে গোরস্থানে গিয়ে একটা খালি কবর দেখে শুয়ে পড়লেন। তার আচরণে কৌতূহলী হয়ে ঘোড়সওয়াররা গোরস্থানে ঢুকে পড়লো। দেখলো হোজ্জা একটা খালি কবরে শক্ত কাঠ হয়ে শুয়ে আছে।
Advertisement
তারা হোজ্জাকে জিজ্ঞাসা করলেন, কবরের ভেতর কী করছেন আপনি? আমরা কি সাহায্য করতে পারি?হোজ্জা তাদের বললেন, প্রশ্ন করেছেন বলেই সব প্রশ্নের সোজাসাপটা জবাব দেওয়া যায় না।
পুরো ব্যাপারটা আপনাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। যদি বলি আপনাদের জন্য আমার এখানে আসা আর আমার জন্যই আপনাদের এখানে আসা-তাহলে কি কিছু বুঝবেন?
লেখা: সংগৃহীতছবি: সংগৃহীত
প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।
Advertisement
কেএসকে/এমএস