করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ লাখ ৮১ হাজার ৬৬৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ৯৮ হাজার ২৯৯, দ্বিতীয় ডোজ ৬ লাখ ৬৮ হাজার ২৮৮ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ১৫ হাজার ৭৭ জনকে।
Advertisement
মঙ্গলবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান টিকাদান কর্মসূচির আওতায় ২২ মার্চ পর্যন্ত দেশে ২২ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার ৯১৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ৫৫৯ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৯ কোটি ২৪ লাখ ১১ হাজার ৩৮৪ জন এবং বুস্টার ডোজ পেয়েছেন ৬৪ লাখ ৭৮ হাজার ৯৭৫ জন।
২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে দেশে বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
Advertisement
পরে ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।
এমইউ/এমএইচআর/এমএস