ধাঁধা :১. ‘উঠিতে ঝটপট বসিতে পাহাড়, লক্ষ লক্ষ জীব ধরে করে না আহার।’২. ‘উঠান ঠন ঠন বৈঠক মাটি, কুমারে পড়ছে ঐ। ঘটি বিনে দুধে হইচই, এমন কুমার পাইল কই?’৩. ‘উঠান টন টন ঘণ্টায় বাড়ি। কোন ছাগলের মুখে দাড়ি।’৪. ‘উঠানে বাগানে আমি থাকি বারো মাস, আমাকে পেতে লোকে করে কত আশ। আমাকে ছাড়া হয় না শুভ কাজ-অনুষ্ঠান, সোনার চেয়ে আমাকে বেশি দেয় সম্মান।’উত্তর : ১. খেওয়া জাল২. চুনের ঘটি৩. রসুন৪. ফুলএসইউ/পিআর
Advertisement