ক্যাম্পাস

জুনিয়রকে মারধরের ঘটনায় কুবি ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

জুনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশও করা হয়।

Advertisement

মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমানকে মারধরের অভিযোগ ওঠে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ প্রতিনিধি দল ভুক্তভোগী আনিসুরের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পায়। তাই অভিযুক্ত ওয়াকিল আহমদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তাকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশও পাঠানো হলো।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ জাগো নিউজকে বলেন, ঘটনা তদন্ত করে এর সত্যতা পাওয়ায় ওয়াকিলকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আমরা বহিষ্কারের সুপারিশ করেছি।

Advertisement

এর আগে ২১ মার্চ সন্ধ্যা ৭টায় ওয়াকিল আহমেদকে চিনতে না পেরে ‘তুমি’ বলে সম্বোধন করায় মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান। এ ঘটনায় তার বাঁ চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসজে/এএসএম