জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে মোংলায় এক তরুণীর ঘর থেকে মদ্যপ অবস্থায় স্থানীয় ইউপি মেম্বারের ছেলেকে আটক করেছে পুলিশ।
Advertisement
সোমবার (২১ মার্চ) দিনগত রাত ১টার পর উপজেলার কানাইনগরের খ্রিস্টানপাড়ার বাসিন্দা গিলবাট সরদারের মেয়ের ঘর থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম জাকির হাওলাদার (৩৬)। তিনি উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. সুলতান হাওলাদারের ছেলে। মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবজিৎ কুমার সানা জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় ইউপি মেম্বারের ছেলে জাকির মদ খেয়ে ওই তরুণীর ঘরে ঢুকে অবস্থান করছিলেন। পরে তরুণী ৯৯৯ নম্বরে ফোন দেন। ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকিরকে আটক করা হয়।
Advertisement
ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিবাস সরদার, সহ-সভাপতি মুনসুর খাঁ ও তরুণীর চাচা ডেবিট সরদার জাগো নিউজকে জানান, ইউপি মেম্বার সুলতানের ছেলে জাকির মদ খেয়ে প্রায়ই ওই ঘরে আসেন। ঘটনার দিন গভীর রাতে একইভাবে ওই ঘরে এসে অবস্থান নেন। পরে মেয়েটি ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে রাতেই জাকিরকে মদ্যপ অবস্থায় আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী কোনো অভিযোগ না দেওয়ায় আটক জাকিরকে ৩৪ ধারায় আজ দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
এসআর/এএসএম
Advertisement