আন্তর্জাতিক

রাশিয়ায় চিনি নিয়ে কাড়াকাড়ি

ইউক্রেনে রাশিয়ার হামলা গড়িয়েছে ২৭তম দিনে। যুদ্ধের মাঠে জয়ী হওয়ার নেশায় মত্ত পুতিন সরকার। চলমান যুদ্ধের কারণে দেশটিতে ভোগ্যপণ্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে। বাড়তি মজুত করতে সুপারমার্কেটগুলোতে রাশিয়ানদের উপচেপড়া ভিড়।

Advertisement

ক্রেতাদের পণ্য নিয়ে হইচই নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে, সুপারসপে চিনির জন্য কাড়াকাড়ি করছেন ক্রেতারা। যদিও প্রত্যেকজন কিনতে পারবেন মোট ১০ কেজি।

জানা গেছে, ২০১৫ সালের পর সর্বোচ্চ মুদ্রাস্ফিতির কারণে চিনির দাম এবার আকাশছোঁয়া রাশিয়ায়। বাড়তি চিনি মজুত করছেন কেউ কেউ। এতে সংকট আরও তীব্র হচ্ছে। বিভিন্ন স্টোরে যে পরিমাণ চিনি পাচ্ছেন তা নিয়ে ক্রেতাদের মধ্যে হইচই, কাড়াকাড়ি শুরু হয়েছে।

যদিও রাশিয়ার সরকারের দাবি, চিনির কোনো সংকট নেই। ক্রেতারা আতঙ্কিত হওয়ায় এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে দেশ থেকে চিনি রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে পুতিন সরকার।

Advertisement

Сахарные бои в Мордоре продолжаются pic.twitter.com/hjdphblFNc

— 10 квітня (@buch10_04) March 19, 2022

শুধু চিনি নয় অন্যান্য পণ্যেরও দাম বেড়েছে দেশটিতে। অনেক টেক জায়ান্ট রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কারণে দাম বেড়েছে প্রাইভেট কারসহ গৃহস্থালীর সরঞ্জামাদির। এমনকি দাম বেড়েছে টেলিভিশনেরও।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের রোষানলে রাশিয়ার সরকার। আসতে থাকে একের পর এক নিষেধাজ্ঞা।

সূত্র: এনডিটিভি

Advertisement

এসএনআর/জেআইএম