ক্যাম্পাস

আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে চবিতে পোস্টার প্রদর্শনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। ‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’ প্রতিপাদ্যে বিভিন্ন পোস্টার প্রদর্শনীরও আয়োজন করে ইনস্টিটিউট।

Advertisement

সোমবার (২১ মার্চ) দুপুর ১২টায় ইনস্টিটিউটটির একাডেমিক ভবনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা পোস্টারগুলোকে পুরস্কৃত করা হয়।

সকাল সাড়ে ৯টায় ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক র্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আন্তর্জাতিক বন দিবস পালন। পরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানববিদ্যা অনুষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তারা।

ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিলউল্লাহ সিয়াম জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘ তিন বছর পর এরকম একটা আয়োজন করা হলো। এতে আমরা সবাই অনেক আনন্দিত। এ ধরনের উদ্যোগ আমাদের প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা পালন করবে।’

Advertisement

ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন বলেন, ‘দেশে মোট উৎপাদিত ফলের প্রায় ২৫ শতাংশই নষ্ট হয়ে যায়। এছাড়া দেশে একজন ব্যক্তির বিপরীতে ১৩টি বা তিনটি করে গাছ রয়েছে। অন্যদিকে কানাডা ও রাশিয়ায় যথাক্রমে ৮৯৫৩টি ও ৪৪৬১টি করে গাছ রয়েছে।’

রোকনুজ্জামান/এসআর/এএসএম