বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভাইরেই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। অধিনায়ক মাশরাফির করা ১ম ওভারের শেষ বলে বোল্ড হয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মাসাকাদজা। ৬ বল খেলে কোনো রান সংগ্রহ করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান।এরপর সপ্তম ওভারের শেষ বলে ভুসি সিবান্দাকে বোল্ড করে বাংলাদেশের অধিনায়ক। নিজের পরের ওভারে সিকান্দার রাজাকে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত করেন তিনি।এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করেছেন টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক। অপর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের সংগ্রহ ৭৬ রান।এর পর মুশফিকের সঙ্গে জুটি গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বেশিক্ষণ টিকেনি তাদের জুটিও। কামুঙ্গুজির করা ৪৪তম ওভারে পরপর দুই বলে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ ও মুশফিক। বাংলাদেশের রান তখন ২০৪। ৪৭তম ওভারের শেষ বলে চাতার মাপা বলে ব্যাট চালিয়ে বোল্ড হন মাশরাফি। মুশফিক আউটের পর উইকেটে আসেন মুমিনুল। তার সঙ্গে রুবেল মিলে ৫০ ওভার ব্যাটিং করে দলের স্কোর ২৫০ পার করান। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৫১ রান।উল্লেখ্য, পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
Advertisement